আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় সতর্কতার মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়া মিছিল করায় অন্তত ৩শত মিছিলকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(২৯ আগস্ট) করোনাকে ষড়যন্ত্র অভিহিত করে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বার্লিনের রাস্তায় মিছিল করেন অন্তত ৩৮ হাজার মানুষ।
উগ্র ডানপন্থি, উগ্র বামপন্থি এবং ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের আহ্বানে ব্রান্ডেনবুর্গ গেটের সামনে হওয়া এ মিছিল সরাতে গেলে পুলিশকে বাধা দেয়া হয়। মিছিল থেকে বোতল ও পাথর ছোড়া হয়। ফলে সংঘর্ষ বেধে যায়। এতে ৪৫ জন পুলিশ কর্মকর্তা আহত হন। সেখান থেকে ৩শ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরে, শারীরিক দূরত্ব বজায় না রেখে, এমন সমাবেশের নিন্দা জানিয়েছেন বার্লিনের মেয়র মিশায়েল ম্যুলার।
এদিকে, স্বাস্থ্যবিধির নিয়মকানুনের বিরোধিতা করে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভ হয়েছে। এতে ‘নিউ নরমাল- নিউ ফ্যাসিজম’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন বিক্ষোভকারীরা। এছাড়া ফ্রান্সের প্যারিস, অস্ট্রিয়ার ভিয়েনা ও সুইজারল্যান্ডের জুরিখের মতো শহরেও করোনাবিরোধী বিক্ষোভ করেছে হাজারো মানুষ।
করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, জার্মানিতে এখন পর্যন্ত ২ লাখ ৪২ হাজার ৮২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৯ হাজার ৩৬৩ জনের প্রাণ গেছে। আর সুস্থ হয়েছে ২ লাখ ১৭ হাজার ৪৮৪ জন।
Leave a Reply