শুক্রবার আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও শনি। ৪ তারিখে জম্ম হওয়ার কারনে আপনার ওপর ইউরেনাসের প্রভাব প্রবাল। আপনার শুভ সংখ্যাঃ ৪,১৩,২২,৩১। আপনার শুভ বর্ণ : নীল ও গোলাপী। শুভ গ্রহ ও বারঃ শনি ও রবি। শুভ রত্ন : নীলা ও গার্ণেট।
শুক্রবারের শুভ রং : আজ আপনি নীল ও গোলাপী বর্ণের বস্ত্র পরিধানে শুভ ফল পেতে পারেন। দিনের শুভ সময় : সকাল: ৬:৫১-৮:১৬, ১১:১৩-১:২৬ পর্যন্ত।
চন্দ্রাবস্থান : আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। ৭মী তিথি দুপুর: ২:১৩ পর্যন্ত পরে ৮মী তিথি চলবে। আজকের দিনের নিষিদ্ধ খাদ্য : আজ দুপর: ২:১৩ পর্যন্ত তাল পরে নারকেল খাওয়া নিষেধ।
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) : মেষ রাশির জাতক জাতিকার দিনটি ব্যবসায়ীক অগ্রগতির। অবিবাহিতদের বিয়ের আলোচনায় সফলতা আশা করা যায়। অংশিদারী কোনো মধ্যস্ততাকারীর কাজে ধীরগতি দেখা দেবে। আয় উন্নতিতে জীবন সাথীর পূর্ণ সাহায্য লাভের দিন। জীবন সাথীর কর্মোন্নতির সংবাদ পেতে পারেন। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) : বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে আরো কৌশুলী হতে হবে। সহকর্মীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আয় রোজগারের ক্ষেত্রে সকল প্রকার বক্র পন্থা পরিহার করুন। পদস্ত কর্মকর্তাই হোক বা সহকর্মী কারো সমালোচনা করা ঠিক হবে না। অধিনস্ত কর্মচারীদের সাহায্য নিতে হলে আপনাকে হতে হবে আরো বিনয়ী।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : মিথুন রাশির জাতক জাতিকারা আজ শৈল্পিক কাজে সফল হবেন। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগারের বাধা দূর হয়ে যাবে। কোনো বড় প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি। ছোট সন্তানের জন্য কেনাকাটা করতে পারেন। রোমান্টিক সম্পর্কে চলতে থাকা জটিলতা কেটে যাবে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) : কর্কট রাশির জাতক জাতিকার পারিবারিক জীবনে উল্লেখ করার মতো একটি দিন। মনের সকল বাসনা পূরণ হবে। মা ও আত্মীয় স্বজনের সম্পত্তি লাভের যোগ। কর্মস্থলে কোনো আত্মীয়র সাহায্য পাওয়া যাবে। যানবাহন ক্রয় বিক্রয় থেকে কিছু বাড়তি অর্থ লাভের সুযোগ আসবে।
সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগষ্ট) : সিংহ রাশির জাতক জাতিকার দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগের জন্য শুভ। নিজেস্ব প্রচার প্রচারনা বা বিজ্ঞাপণের কাজগুলো আজ সুসম্পন্ন করতে পারবেন। অনলাইন বিক্রেতাদের আশানুরুপ অর্ডার পাওয়ার সুযোগ রয়েছে। গণমাধ্যমে কর্মরতদের দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক জাতিকার বকেয়া অর্থ আদায়ের দিন। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ে আজ প্রশাসনের সহায়তা নিতে পারেন। আর্থিক উন্নতিতে আত্মীয় কুটম্বর সাহায্য পাওয়া যাবে। ক্ষুদ্র একক ও মাঝারি ব্যবসায় আশানুরুপ আয় রোজগারের দিন। সঞ্চয়ের চেষ্টায় সফল হতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) : তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। ব্যবসা বাণিজ্যের দুঃশ্চিন্তা কমতে শুরু করবে। জীবন সাথীর সাথে চলতে থাকা সকল মান অভিমান কাটিয়ে উঠতে পারবেন। কর্মস্থলে দীর্ঘদিন ধরে চলতে থাকা জটিলতা দূর হওয়ার সম্ভাবনা। অংশিদারী ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০নভেম্বর ) : বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশীক ভিসা আকামা সংক্রান্ত কাজের জন্য বলবান। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যেতে হবে। প্রবাসীদের বড় ধরনের অর্থ ব্যয়ের যোগ। আয় রোজগারের চেয়ে ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। সাংসারিক প্রয়োজনে ও বাড়িভাড়া সার্ভিস চার্জ দেওয়ার জন্য বাড়তি অর্থের প্রয়োজন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : ধনু রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীক লেনদেনে সফল হতে পারবেন। পুরোনো কোনো পাওনাদারের বকেয়া অর্থ পরিশোধের চেষ্টায় অগ্রগতি হবে। বন্ধুদের সাহায্যে নতুন ব্যবসা আরম্ভর আশা করা যায়। চাকরিজীবীদের বকেয়া বেতন আদায়ের যোগ প্রবল। পরিবারে বড় ভাই বোনের সাহায্য পাওয়ার আশা।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি) : মকর রাশির জাতক জাতিকার আর্থিক উন্নতির চেয়ে সামাজিক সুনাম সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক ক্ষেত্রে আপনার আয় রোজগারে অগ্রগতি। প্রভাবশালী রাজনৈতিক বা ক্ষমতাশালী ব্যক্তির সাহায্য লাভ। কর্মস্থলে নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা প্রবল। পিতার শারীরিক অবস্থা ভালো যাবে না।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি সার্বিক ভাবে ভাগ্য উন্নতির। বিদেশ যাত্রা বিদেশী ভিসা বা বৈদেশিক প্রতিষ্ঠানে কর্ম সংক্রান্ত তদবিরে সফল হবেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অংশ নিতে পারেন। বিদ্যার্থীদের পরীক্ষা সংক্রান্ত কোনো ঘোষনা আসতে পারে। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) : মীন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। পাওনাদারের সাথে বিরোধে জড়িয়ে যেতে পারেন। কোনো অপমানজনক কথার কারনে ঝগড়া বিবাদের আশঙ্কা। ব্যবসায়ীক প্রয়োজনে ঋণ নিতে হবে। রাস্তাঘাটে সতর্কতার সাথে চলুন। যে কোনো অপ্রিতিকর পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।
Leave a Reply