“লিপি বড়ুয়া”
তোমার চোখে আমি
চিরকাল অষ্টাদর্শী তরুণী
তুমি আমার খোলা চুলের ঘ্রাণ নিতে
কাছে আস শতবার ,
আমার কাজলকালো আঁখিতে
হোঁচট খাও বারংবার ।
ঠোঁটের কোণে মুচকি হাসি
সে আমি তোমার তরে সাজিয়ে রাখি,
তোমার এমন ভালোবাসার ভাবাবেগে
নিজেকে সাজাই আপনার তরে ।
আমার লাল শাড়িটা যতবার দেখি
ততবার কল্পনায় ভাসে তোমার নেশাতুর দৃষ্টি ,
হাতের কাঁচের চুরির রিনিঝিনি ছন্দ
তোমার অন্তরে জাগায় নতুন আনন্দ ।
তোমার প্রেমে আমি আজীবন অন্ধ
তুমিই আমার চিরকালের জীবনানন্দ ,
তুমি আমায় পাগল করো কথার জালে
বন্দী আমি তোমার প্রেমের রঙিন শহরে ।।
Leave a Reply