“মিতা দাশ”
খুব ভোরে যখন আমি
প্রভাত ফেরিতে যাই,
অজানা এক ভালোলাগায়
গলা খুলে গায়।
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি?
এই গানেতে এত মধু
অন্য কোথাও পাইনা,
বুকটা তখন ভরে উঠে,
আর কিছু তো চাই না।
বাংলা ভাষায় মনের কথা,
প্রান খুলে বলি,
এই ভাষাতেই আমি আমার
মনের ছবি আঁকি।
পলাশ শিমুল ফুটে তখন
শহীদ ভাইদের তরে
সকাল বেলা ফুল দিতে
যায় শহীদ মিনারে।
রফিক শফিক বরকত জব্বার,
নাম না জানা কত ভাই
সবার তরে শহীদ মিনারে
শ্রদ্ধান্জলী জানিয়ে যায়।
Leave a Reply