মিতা দাশ
চোখের জল গোপন করে
মনকে কাঁদিয়েছি বারবার ,
ব্যথা গুলো সব ঢেকে রেখে
হাসি রেখেছি মুখে অনেক বার।
সহ্য করেছি আঘাত যত
বুঝতে দিইনি কাওকে কখনো,
হাসির আড়ালে কান্না গুলো
বুকের মাঝে থাকতো লুকানো।
অনেক বড় ঝড়ের পরেও
থাকে যদি গাছ অটুট দাড়িয়ে,
জানবে না কেউ কত খানি ব্যথা
শেকড় পেয়েছে নিজেকে ক্ষতবিক্ষত করে।
উপরের সুখ দেখে সবাই
কত প্রশংসা করে বেড়ায়,
আসলে সুখ কত খানি আছে
মানুষ নিজেই একমাত্র বুঝতে পাই।
সব কিছু ছাপিয়ে কঠিন জগতে
তবুও এগিয়ে চলতে হয়,
অনেক কিছু গোপন করেও সবার সামনে হাসি মুখ রাখতে হয়।
Leave a Reply