মিতা দাশ
প্রতি বছরের মতো আবার এসেছো পহেলা বৈশাখ,
কিন্তু আগের মতো নেই আর সেই,
গান, বাজনা,নেই বাউলের ঢাক।
রমনার বটমূলে, বসলো না আর মেলা,
হলো না পানতা ইলিশ খাওয়া,
এখন শুধু লকডাউন আর
মৃত মানুষের সংখ্যা গোনা।
আগের মতো সাদা লাল পোশাকে
সাজে নাতো কেউ আর
কেউ করে না আনন্দ উৎসব
চারুশিল্পীদের দেখিনা ফেস্টুন ও ব্যানার।
সবকিছু আজ ফ্যাকাশে হয়েছে
করোনা কেড়ে নিলো আনন্দ,
বেঁচে থাকায় এখন প্রধান লক্ষ্য
নেই পহেলা বৈশাখের ছন্দ।
সব কিছু যদি আগের মতো হয় আবার স্বাভাবিক
তখন আনন্দ করবো বৈশাখে
ঘুরবো মেলার চারিদিক।
Leave a Reply