রুপন দত্ত, আনোয়ারা প্রতিনিধি : আজ ২৫-০৪-২০২১ বিশ্ব ম্যালেরিয়া দিবস।এবারের প্রতিপাদ্য বিষয় ” আমাদের গন্তব্য, ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ “। এ দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও র্যালি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আফ্রিকায় ২০০১ সালের ২৫ এপ্রিল প্রথম ম্যালেরিয়া দিবস পালন করা হয়। এরপর ২০০৭ সালে ওয়াল্ড হেলথ আসেম্বেলির ৬০ তম সভায় বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়।এরপর থেকে প্রতি বছর ২৫ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে।
১৮৮০ সাল নাগাদ চার্লস ল্যাভেরন লোহিত রক্ত কণিকা থেকে ম্যালেরিয়ার কারণ হিসেবে একটিমাত্র কোষবিশিষ্ট পরজীবী প্রোটোজোয়াকে চিহ্নিত করেন। ফলে শত বছর ধরে চলা দূষিত বায়ু সেবনের ফলে রোগ সৃষ্টির ভুল ধারণার অবসান ঘটে। ১৮৯৭ সালে ভারতে কর্মরত ব্রিটিশ ডাক্তার স্যার রোনাল্ড রস প্রমান করেন যে Anopheles (অ্যানোফিলিস) মশা এই রোগের বাহক হিসেবে কাজ করে। এ যুগান্তকারী আবিষ্কারের কারণে তাকে ১৯০২ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে দক্ষিণ এবং উত্তর-পূর্ব সীমান্তবর্তী ১৩টি জেলার ৭১টি উপজেলায় ম্যালেরিয়া রোগের মারাত্মক প্রদুর্ভাব রয়েছে। এর মধ্যে পার্বত্য রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ম্যালেরিয়াপ্রবণ এবং কক্সবাজার মধ্য ম্যালেরিয়াপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। তবে আগের তুলনায় এসব এলাকায় ম্যালেরিয়ার প্রভাব অনেক কমেছে।
Leave a Reply