টিসু কুমার শীল, আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশা সংঘর্ষে জিয়াউর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় বাচ্চা সহ আরও তিনজন আহত হয়েছে।
সোমবার (১৭ মে) সকালে উপজেলার (পিএবি) সড়কের শশী কমিউনিটি সেন্টারের সামনে এই দূর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহত ও আহতদের পুরো পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করছেন আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল মিত্র।
তিনি জানান, তরকারি পিকআপ ভ্যানের সাথে বিপরীত মুখী সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ২জন, বাচ্চা ও ১জন মহিলা সহ সিএনজি চালক আহত হয়। সিএনজি চালককে খুঁজে পাওয়া যায়নি। ছোট বাচ্চা ও তাদের মাকে আনোয়ারা হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply