সঠিক খবর ডেস্ক : করোনা মহামারীর এই ক্রান্তিকালীন সময়ে ব্যাংকার হাসান শামসুদ্দীনের উদ্যোগে ২৫টি অসহায় দুস্থ পরিবারের মাঝে ১৮ টি সেলাই মেশিন ও ৭ টি ছাগল বিতরণ করেছেন। শনিবার (২৯ মে) সকালে ভূজপুর থানাধীন হাসনাবাদ মদীনাতুল আরব উচ্চ বিদ্যালয়ের হল রুমে অধ্যক্ষ জহুরুল ইসলাম হোসাইনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বি.এস.আর.এম গ্রুপের ম্যানেজার এডমিন ফটিকছড়ির ঐতিহ্যবাহী পরিবারের সন্তান বিশিষ্ট প্রাবন্ধিক কবি জহিরুদ্দীন মোহাম্মদ ইমরুল কায়েস।
মাষ্টার মাহমুদুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আফসার উদ্দিন চৌধুরী, মদিনাতুল আরব উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী সেলিম উল্লাহ, নারায়ণহাট গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক (অপা.) হাসান সামসুদ্দীন, সুপার মাওলানা আলিম উদ্দিন, প্রধান শিক্ষক মাস্টার নুরুল আলম, মাস্টার কাজী মহিউদ্দিন, মাস্টার শফিউল আলম, প্রবাসী আমিনুল এহসান মামুন, প্রবাসী শফিউল আলম, ঢাবি ছাত্র তারেক মুনাওয়ার, চবি ছাত্র ইয়াসিন তুষার, ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র ওসমান গনি ও এলাকার সাধারণ জনগণ।
প্রধান অতিথির বক্তব্যে প্রাবন্ধিক কবি ইমরুল কায়েস বলেন, হাসনাবাদ বাংলাদেশের একটি মডেল গ্রাম। করোনাকালীন এই মহামারীর সময়ে ২৫ টি অসহায় দুস্থ পরিবারকে সাবলম্বি করে তোলার জন্য ১৮টি সেলাই মেশিন ও ৭ টি ছাগল বিতরণের মাধ্যমে ‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’- এই কথাটির সত্যতা প্রমাণ করেছেন হাসনাবাদবাসী। এই গ্রামের বাসিন্দারা জ্ঞান বিজ্ঞানে যেভাবে এগিয়ে গেছেন মানবিকতায়ও এ গ্রাম সেভাবে এগিয়ে যাচ্ছেন। এই গ্রামের বিত্তশালী মানুষগুলো যে যার সামর্থানুযায়ী গরীব দুস্থ মানুষের পাশে সবসময় হাত বাড়িয়ে দেন যা অত্যন্ত প্রশংসাযোগ্য। এই মানবিকতায় যারা সহযোগিতা করেছেন তিনি মানবিক বিবেকবোধ সম্পন্ন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উপস্থিত সকলে ব্যাংকার হাসান সামসুদ্দীনের এই রকম প্রশংসনীয় কাজের ভূয়সী প্রশংসা করেন।
Leave a Reply