মিতা দাশ
পৃথিবীটা ড্রয়িং রুমে বন্দী ছিলো টিভির ভেতর চ্যানেলে চ্যানেলে,
এখন সেটা হাতের মুঠোয় মোবাইল ফোনে আটকে গেছে।
পরিবারের সম্পর্ক গুলো বাবা, মা, ভাই, বোন আর দাদা -দাদীর থেকে
এখন কমতে কমতে বাবা মা সন্তানে এসে ঠেকেছে।
পড়ার পরিধি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছেড়ে এখন
সবার ঘরে ল্যাপটপে বা অনলাইনে ক্লাস করতে ঢুকেছে।
বাজার করা,হাটে যাওয়া, দরদাম করা সব কিছু বাদ দিয়ে এখন
অনলাইন ডেলিভারিতে ব্যবসা জমে উঠেছে।
নাটকে এখন সুন্দর দৃশ্য লাগে না,
একসাথে হতে হয় না,
,ঘরে বসে ই অভিনয় করা চলছে।
পরীক্ষার জন্য লাগে না,ব্যতিব্যস্ত হওয়া,
হয়না যেতে পরীক্ষা দিতে কোন কেন্দ্রে
অটো পাস এ উত্তীর্ণ হয়ে উপরের ক্লাসে সবাই উঠে গেছে।
যন্ত্র নির্ভর হতে হতে সব অফিস আজ ঘরে ল্যাপটপে চলছে,
মনটাও মানুষের পাল্টে যাচ্ছে,
অনুভূতি গুলো কমে আসছে।
ভালোবাসার টানে নেই কোন জীবন চিত্র,
গ্যাস বিল, ডিস বিল, পানির বিল,
সব কিছু হয় মোবাইলে।
তবু মানুষ ছুটছে,
জীবনের তাগিদে
যন্ত্রের মতো যন্ত্র হয়ে।
Leave a Reply