খুলনা প্রতিনিধি : খুলনায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। এর আগে সোমবার সকাল পর্যন্ত করোনায় আটজনের মৃত্যু হয়। গত রোববার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২৮ জনের।
এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজান।
তারা জানান, খুলনায় করোনায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। আর নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ২০ জন।
Leave a Reply