টিসু কুমার শীল, আনোয়ারা প্রতিনিধি : দুই মাসের ব্যবধানে আনোয়ারার দক্ষিণ শোলকাটা গ্রামের শ্রী শ্রী লোকনাথ মন্দিরে আবারো চুরির ঘটনা ঘটেছে।
বুধবার ( ২৯ জুন ) দিবাগত রাতে কে বা কারা মন্দিরের দরজা ভেঙে দান বাক্সের টাকা, মন্দিরের সামনে থাকা বড় ঘন্টা সহ মন্দিরের পূজোর সকল প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে যায়।
মন্দিরটিতে চুরির এমন ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন স্থানীয়রা।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহরলাল সিকদার জানান, মন্দিরটির দান বাক্সের তালা ভেঙে কে বা কারা দান বাক্সের টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। সকালে মন্দিরে পূজো দিতে আসলে মন্দিরের তালা ভাংচুর অবস্থায় দেখতে পাই।
পরে দেখা যায়, মন্দিরের দান বাক্স ভেঙে সব টাকা-পয়সা ও পূজোর সব সামগ্রী নিয়ে গেছে চোরেরা। তিনি আরো বলেন, আনোয়ারায় কয়েক মাসের ব্যবধানে বেশ কয়েকটি মন্দির চুরির ঘটনা ঘটেছে। থানা পুলিশ কয়েকজন আসামিকে গ্রেফতারও করেছিল। এরপরও চুরির ঘটনায় আমরা খুব মর্মাহত। আমরা থানায় অভিযোগ করেছি। সেইসাথে এমন ঘটনায় সম্পৃক্তদের আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি যাতে এমন ন্যাক্কারজনক ঘটনা ভবিষ্যতে আর না ঘটায়।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, “এ ব্যাপারে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা খুব দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি।”
Leave a Reply