কে এম রাজীবঃ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) ও বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশব্যাপী শুরু হল সামাজিক বনায়ন কর্মসূচি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী এক কোটি গাছ লাগানোর উদ্যোগকে সফল করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
‘মুজিববর্ষে অঙ্গীকার করি সোনার বাংলা সবুজ করি’ প্রত্যয়ে বাংলাদেশ পুলিশ ও পুনাক কর্তৃক যৌথভাবে পরিচালিত সামাজিক বনায়ন কর্মসূচি সকল পুলিশ ইউনিটের সাথে একযোগে ভার্চুয়ালি উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ।
বুধবার (১১ আগষ্ট) সকালে মনসুরাবাদ পুলিশ লাইন্সে এর সাথে সমন্বয় করে পুলিশ নারী কল্যান সমিতি, সিএমপি, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও পুনাক, সিএমপির প্রধান পৃষ্ঠপোষক সালেহ মোহাম্মদ তানভীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী (সিএমপি) শরমিন জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুনাক নেতৃবৃন্দ।
Leave a Reply