নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সামাজিক সংগঠন এনজয় ক্লাবের উদ্দ্যােগে পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত পুজা মন্ডপ পরির্দশ করেছেন পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানির নেতৃত্বে চকবাজার এলাকায় বিভিন্ন পুজা মন্ডপ পরির্দশন করেন নেতৃবৃন্দরা।
পুজা মন্ডপ পরিদর্শন কালে মোঃ ইউনুস কোম্পানি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ও স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার। তিনি দূর্গা পুজায় প্রতিটি মন্ডপে সহযোগিতা করায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ১৭, ১৮ ও ১৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আলী নেওয়াজ, ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল জব্বার, মোঃ ইকবাল হোসেন, ১নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, সহ সম্পাদক এম ইলিয়াস হোসন, মোঃ সুমন, মোঃ মহিউদ্দিন, চকবাজার থানা ছাত্রলীগের সহসভাপতি মোঃ জসিম উদ্দিন তানভীর সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply