নিজস্ব প্রতিবেদকঃ সীতাকুন্ড শঙ্করমঠের শতবর্ষপূর্তি, শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের দ্বারোদঘাটন, শ্রীশ্রীবিশ্বনাথ শিব প্রতিষ্ঠা ও রুদ্রাভিষেক, আচার্যপাদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫০তম, যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৩তম, শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৬ তম শুভ আবির্ভাব দিবস ও অখন্ড গীতা পাঠের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আগামী ১৬ নভেম্বর থেকে মঠ প্রাঙ্গনে শুরু হচ্ছে এবং ২৩ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। প্রতিদিন গুরু পূজা, অখন্ড গীতাপাঠের ভাবগাম্ভীর্যপূর্ণ মনোহারিত্ব অনুষ্ঠান, শ্রীশ্রীবিশ্বশান্তি গীতাযজ্ঞ, মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডী ও বেদপাঠ, গৈরিক ও জাতীয় পতাকা উত্তোলন, মঙ্গল প্রদীপ প্রজ¦লন, অখণ্ড প্রদীপ প্রজ্জ্বলন, গুরুপূজা, বর্ণাঢ্য শোভাযাত্রা, চক্ষু শিবির, স্বাস্থ্যসেবা কার্যক্রম, সাধু ভান্ডারা, বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ এবং সনাতন ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ও রাতে প্রসাদ বিতরণসহ সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত রাষ্ট্রীয় অতিথিবৃন্দরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী, ঢাকাস্থ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম পাবলিক প্রসিকিউটর এডভোকেট রানা দাশগুপ্ত, আমেরিকার কলরেডো নিবাসী শ্রীমৎ পরমানন্দ সরস্বতী, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. গণেশ রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জীর সহধর্মিনী শ্রীমতি রুনা ব্যানার্জী, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক লায়ন অদুল চৌধুরীসহ আমন্ত্রিত রাষ্ট্রীয় অতিথিবৃন্দরা প্রমূখ।
প্রতিদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ ও শতবর্ষপূর্তি উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
Leave a Reply