মো. কামাল, দক্ষীণ জেলা প্রতিনিধি : সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ তফাজ্জল হোছাইন এর অবসরজনিত বিদায় ও নবাগত অধ্যক্ষ শিব শংকর শীলকে বরণ অনুষ্ঠান গত ২৭ নভেম্বর,২০২১ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনে সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাউন্নয়নে রেকর্ড পরিমাণ কাজ করেছে। যার ফলাফল এই কলেজেও দৃশ্যমান। কলেজে চার তল ভবন, মসজিদ নির্মাণসহ নানাবিধ উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে এধারা অব্যাহত থাকবে। অধ্যাপক রুহুল কাদের ও অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনের যৌথ সঞ্চালনায় গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে সভাপতি যৌতুক ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান। বিশেষ অতিথির বক্তৃতায় সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ মোতালেব সি.আইপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের সহযোগী হিসেবে আমরা সদা তৎপর রয়েছি। উপজেলা পরিষদের পক্ষ থেকে কলেজ পুকুরের রিটেইনিং ওয়াল সম্পন্ন করা হবে এবং ব্যক্তিগত তরফ থেকে ছাত্রী পরিবহনের জন্য একটি বাস উপহার দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ জালাল উদ্দিন চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম এর ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার সরকার, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী মোহাম্মদ নোমান, বিদায়ী অধ্যক্ষ মোহাম্মদ তাফাজ্জল হোছাইন, সংবর্ধিত অধ্যক্ষ শিব শংকর শীল, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, গভর্নিং বডির সদস্য মাস্টার আবুল কাসেম, মোহাম্মদ ইদ্রিস মিয়া, আবুল কালাম তোহা, জসিম উদ্দিন লিটন, সেলিম উদ্দিন চৌধুরী। শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন আহ্বায়ক অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মোঃ ছমি উদ্দিন, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক তামজিদুল ইসলাম, মোহাম্মদ আমির উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মাহবুবুল আলম, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আইয়ুব চৌধুরী, রমজান আলী, ইমতিয়ার ফারুক ইমো প্রমুখ। ছাত্রীদের মধ্যে সুমাইয়া ইউসুফ মীম, রুমা আকতার ও শাহেদা আকতার। অনুষ্ঠান শেষে ২০১৯ সালের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply