1. admin@sathikkhabor.com : JbSknUo :
  2. ratanbarua67@gmail.com : Ratan Barua : Ratan Barua
  3. baruasangita145@gmail.com : Sangita Barua : Sangita Barua
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ পূর্বাহ্ন

মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সুফি সেমিনার ৫ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২০১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ৫ ডিসেম্বর রবিবার নগরীর জাকির হোসেন রোডস্থ খুলশী কনভেনশন হল’(কর্ণফুলী হল)-এ রিপাবলিক অব টার্কি’র বাংলাদেশ দূতাবাস, টার্কি অনারারী কনসাল জেনারেল অব চিটাগাং এবং ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’-এর যৌথ আয়োজনে “Roadmap to sustainable peace: Maulana Jalaluddin Rumi’s Path” শীর্ষক সেমিনার ও সুফি সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান, এ এস জেড এইচ এম ট্রাস্ট এর সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর। সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্ধারীত সময়ের শীর্ষক সেমিনার ও সুফি সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিপাবলিক অব টার্কি’র বাংলাদেশ এম্বেসির অ্যাম্বাসেডর এইচ ই মোস্তফা ওসমান তুরান। স্বাগত বক্তব্য প্রদান করবেন তুরস্কের অনারারী কনসাল জেনারেল অব চিটাগাং সালাউদ্দিন কাসেম খান। এতে সভাপতিত্ব করবেন মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট এর ম্যানেজিং ট্রাস্টি আওলাদে রাসূল হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম. জি. আ.)।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রবন্ধের উপর আরো বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ নূরে আলম। সন্ধ্যা ৬টায় তুরস্কের সাংস্কৃতিক দলের সুফি সংগীত ‘Whirling Dervish’ (ঘূর্ণায়মান দরবেশ) পরিবেশনা এবং এর পরই মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর মনোজ্ঞ সুফি সংগীতানুষ্ঠান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এস জেড এইচ এম ট্রাস্ট এর সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর, ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন যাকাত তহবিল পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, অনারারী কনসাল জেনারেল অব চিটাগাং প্রতিনিধি আবুল বাসার ও ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Design Customized By:Our IT Provider