নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বাঁশখালীর ৯নং শীলকূপে ইউনিয়নে চাঞ্চল্যকর হত্যাকান্ডের শিকার দুই সহোদর টিপু সুলতান ও মোঃ খালেকের শোকাহত পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশন। শনিবার ( ১১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল সেখানে গিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানান। এসময় সকল নেতৃবৃন্দ নিহতদের কবর জেয়ারতসহ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করেন।
এসময় পরিবহন নেতা মোঃ আবদুল মান্নান বলেন, এই বর্বরতম হত্যাকান্ড কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না। পিতার কাধে ছেলের লাশ বহন করার দৃশ্য সহ্য করার মত নয়। আমরা চাই, এ ধরনের বর্বরোচিত ঘটনাশুধু বাঁশখালী নয়, দেশের কোথাও যাতে আর পুনরাবৃত্তি না হয়। সমাজ থেকে বর্বরতা নির্মূলে প্রশাসনকে আরো কঠোর ভূমিকা রাখতে হবে। একইসাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনের প্রতি জোর দাবী জানান পরিবহনের এই শীর্ষ নেতা।
এসময় অন্যান্যেরর মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আবু বকর ছিদ্দিক, ফেডারেশনের সহ-সভাপতি আলহাজ্ব ইউছুফ সরওয়ার, জসিম উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ আলী, অতিরিক্ত মহাসচিব আলহাজ্ব আজিজুল হক, মোঃ এমদাদুল হক, কে.এম মহিউদ্দিন, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, অর্থ সম্পাদক মাষ্টার আবুল কাশেম, সহ অর্থ সম্পাদক মোঃ মিলন, প্রচার সম্পাদক বেলাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আবু তাহের, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ ইউছুফ, হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফেডারেশনের কার্যকরী সদস্য মোজাম্মেল হোসেন, মোঃ শাহজাহান, মোঃ জাহেদ, বাকলিয়া কোতোয়ালি উপ-কমিটির নেতা এনামুল হক ও মোঃ সুমন ও মোঃ বশির।
Leave a Reply