নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগরীর সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দীন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টায় নগরীর ষোলশহরস্থ চশমা হিল মসজিদ কবরস্থানে এ শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন নেতৃবৃন্দরা।চট্টলবীর মহিউদ্দীন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার সকাল ৮টা থেকেই মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করতে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কর্তৃক পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানির নেতৃত্বে এবিএম মহিউদ্দীন চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়। এ সময় ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজ , ওয়ার্ড সদস্য এড. নাজিম উদ্দিন পাশা, আবদুল জব্বার, মোঃ ইকবাল হোসেন ও মোঃ সাগর আলী উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, ১নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ হারুন, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, যুগ্ম সম্পাদক এম ইলিয়াস চৌধুরী, মোঃ সোহেল, আবুল বশর, জামাল উদ্দিন, পুলিন নাথসহ ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply