সঠিক খবর ডেস্ক : ফ্রান্সে লক্ষাধিক মানুষ করোনার ভুয়া হেলথ পাস নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি বলেন, করোনার স্বাস্থ্যবিধি থেকে এড়াতে ফ্রান্সের এক লাখ ১০ হাজার মানুষ এসব ভুয়া কোভিড হেলথ পাস নিয়ে ঘুরছেন। খবর আরব নিউজের।
এ নিয়ে তদন্ত নেমেছে দেশটির সরকার। দেশটির সরকার সম্প্রতি করোনা নেগেটিভ এমন সব ব্যক্তিকে হেলথ পাস দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ পাস থাকলে গণপরিবহণ, রেস্তোরাঁ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, হাসপাতালের কর্মীরা বেশ কিছু অবৈধ কাজের সহযোগী বলে পুলিশের তদন্তে বের হয়ে এসেছে।
এ অপরাধে জড়িত সন্দেহে এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
প্যারিসের এক চিকিৎসককে ২২০টি জাল কোভিড সার্টিফিকেটসহ আটক করা হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Leave a Reply