নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের প্রফেসর ড. বিনয় কৃষ্ণ শর্মা পরলোকগমন করেছেন। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ছেলে, ছেলের বৌ, নাতি ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত প্রফেসর ড. বিনয় কৃষ্ণ শর্মা প্রবীন আইনজীবী এডভোকেট বনবিহারী বোসের মেয়ের জামাতা এবং শিক্ষিকা নীলা বোসের ভগ্নীপতি।
তাঁর মৃত্যুর পর হাসপাতাল থেকে তাঁকে এনায়েত বাজারস্থ নীলয় টাওয়ারের বাসায় আনা হলে এসময় প্রয়াতের মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দে।
এরপর নগরীর বুয়ারদীঘি পাড়স্থ অভয়মিত্র মহাশ্মশানে প্রয়াতের মরদেহ সৎকার করা হয়। প্রয়াতের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুলতান আহমেদ, প্রফেসর ড. রনজিত চৌধুরী,
প্রফেসর ড. বিধান চন্দ্র মজুমদার,
প্রফেসর ড. সুমন ভট্টাচার্য, বিজয়’ ৭১ এর প্রতিষ্ঠাতা লায়ন ডা. আর কে রুবেল, মৌরী দে ও রাকিবুল ইসলাম মাইশান।
Leave a Reply