টিসু কুমার শীল, আনোয়ারা : পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলার ২৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ কার্যক্রম চলবে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় এরই মধ্যে তিন উপজেলায় ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) চট্টগ্রামের জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, তিন উপজেলার ২৪ ইউনিয়নে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ৪ থেকে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া কেন্দ্রের বাইরে র্যাব, পুলিশ ও বিজিবির টহল টিম কাজ করবে। আজকে নির্বাচনী সামগ্রী কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। ২৪টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ার পথে।
Leave a Reply