1. admin@sathikkhabor.com : JbSknUo :
  2. ratanbarua67@gmail.com : Ratan Barua : Ratan Barua
  3. baruasangita145@gmail.com : Sangita Barua : Sangita Barua
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন

বগুড়ার ২২ ইউপিতে যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২৭৭ Time View

বগুড়া প্রতিনিধি : পঞ্চম ধাপে বগুড়ায় ২২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে ৯টিতে আওয়ামী লীগ, ১১টিতে স্বতন্ত্র ও ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শেরপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলায় শুধু গাড়ীদহ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাওলানা তবিবর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৫টি ইউনিয়নের ৫টিতেই চেয়ারম্যান পদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তারা হলেন, দুপচাঁচিয়া সদর ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন (মোটরসাইকেল), গোবিন্দপুর ইউনিয়নের সাখাওয়াত হোসেন মল্লিক (আনারস), চামরুল ইউনিয়নের পুনরায় নির্বাচিত বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী (ঘোড়া), গুনাহার ইউনিয়নে নুর মোহাম্মদ আবু তাহের (চশমা) ও জিয়ানগর ইউনিয়নের আনোয়ার হোসেন (আনারস)।

গাবতলী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলার ৯ ইউপিতে আওয়ামী লীগের চার জন, আওয়ামী লীগের বিদ্রোহী দুই জন এবং তিন জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করা চেয়ারম্যানরা হলেন, গাবতলী সদরে ফারুক আহম্মেদ ফারুক, নাড়ুয়ামালা ইউনিয়নে আব্দুল গফুর, বালিয়াদিঘী ইউনিয়নে ইউনুছ ফকির, দক্ষিণপাড়া ইউনিয়নে অ‌্যাডভোকেট রফিকুল ইসলাম।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে দূর্গাহাটা ইউনিয়নে শহীদুল কবীর টনি (মোটরসাইকেল) ও কাগইল ইউনিয়নে আব্দুর রশিদ মোল্লা (আনারস) নির্বাচিত হয়েছেন। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, বিএনপি সমর্থিত রামেশ্বরপুর ইউনিয়নে আব্দুল ওহাব মণ্ডল (মোটরসাইকেল), মহিষাবান ইউনিয়নে আব্দুল মজিদ মণ্ডল (টেলিফোন) ও নশিপুর ইউনিয়নে রাজ্জাকুল আমিন তালুকদার রোকন (টেলিফোন) ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Design Customized By:Our IT Provider