সঠিক খবর ডেস্রাক : রাউজানের ধর্ম গ্রাম বৌদ্ধপল্লী আবুরখীল দক্ষীণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে তীর্থ ভ্রমণের আয়োজন করেন।
৭ জানুয়ারী শুক্রবার সমিতির সভাপতি সত্যজিৎ বড়ুয়া সাধারণ সম্পাদক ছোটন বড়ুয়া এবং বিপ্লব বড়ুয়াসহ সমিতির সদস্যদের সহযোগিতায় রামু রাংকূট বনাশ্রম বৌদ্ব বিহারে তীর্থ যাত্রা সম্পন্ন করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
এ যাত্রায় গ্রামের প্রায় ৮০ জন ধর্ম পিপাসু অংশ নিয়েছেন। সকলের যাত্রা শুভ হোক কামনা করে ছোটন বড়ুয়া বলেন, তীর্থাতিদের যাতে কোন রকম অসুবিধা না হয় তারজন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানান।
Leave a Reply