নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় বৌদ্ধ নেতা লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ’র ৭৫ তম জন্মদিনে আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছেন হীরক জয়ন্তী উদযাপন কার্যনির্বাহী পরিষদ। শনিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ মতবিনিময় সভার আয়োজন করেন পরিষদের সদস্যবৃন্দরা। এতে আদর্শ বড়ুয়ার কর্মময় জীবন ও উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে প্রবন্ধ পাঠ করেন পরিষদের প্রধান সমন্বয়কারী প্রদীপ কুমার বড়ুয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ও গাছবাড়িয়া কলেজের অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া।
সভায় হীরক জয়ন্তী উদযাপন কার্যকরী কমিটির আড়াইশ জন বিশিষ্ট
সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়। এসময় আগামী ২৬ ফেব্রুয়ারি নগরীর কাজটির দেউরী এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আদর্শ কুমার বড়ুয়ার ৭৫ তম জন্মদিন উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন করা হবে উল্লেখ করে বক্তারা বলেন, আদর্শ কুমার বড়ুয়া সমাজের একজন আলোকিত ব্যক্তি। তিনি নামে যেমন আদর্শ তেমনি তাঁর কাছে রয়েছে আদর্শের ভান্ডার। তাঁর আদর্শকে আমরা অনুসরণ করে চলি।তিনি কখনো কারো কষ্ট সইতে পারেন না।সবার বিপদে ঝাপিয়ে পড়েন।বর্তমান সমাজে আদর্শ বড়ুয়ার মতো একজন অভিভাবক আমাদের প্রয়োজন। এসময় আদর্শ কুমার বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানান কমিটির মহিলা নেতৃবৃন্দরা।
মতবিনিময় সভায় কমিটির সভাপতি ইউএসটিসির সাবেক উপচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া’র সভাপতিত্বে, শুক্লা বড়ুয়া টিমু ও নেলী বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যাপক সঞ্জিব বড়ুয়া, পুতুল বড়ুয়া, লায়ন স্বরুপ বড়ুয়া বিকাশ বড়ুয়া, স্বপন বড়ুয়া, অসীম কুমার বড়ুয়া, চন্দা বড়ুয়া, শুভ্রা বড়ুয়া, পূরবী বড়ুয়া, কাউছার-উজ জামান, জয়ন্ত বিকাশ বড়ুয়া ও রুপায়ন বড়ুয়া। এসময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply