সংগীতা বড়ুয়া, চট্টগ্রাম : চট্টগ্রামে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিন হাজার ৫৩টি নমুনা পরীক্ষায় ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় মারা গেছেন একজন। সংক্রমণের হার ৩০ দশমিক ৪৬ শতাংশ।
বুধবারও (১৯ জানুয়ারি) শনাক্তের হার ৩০ শতাংশের বেশি ছিল। বৃহস্পতিবার চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে নতুন আক্রান্ত ৭৫৭ জন মহানগর এলাকার ও ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ আট হাজার ৩৭৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৯ হাজার ২৪ জন এবং উপজেলায় ২৯ হাজার ৩৫২ জন। এছাড়া করোনায় মারা যাওয়া মোট এক হাজার ৩৪২ জনের মধ্যে ৭২৮ জন মহানগর এবং ৬১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Leave a Reply