আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। মৃত্যু ও শনাক্তের সংখ্যা যথাক্রমে ৩৬ লাখ ৫৫ হাজার ৪৬৭ এবং ১০ হাজার ৬৫৫ জন। একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২৩ লাখ ১৯ হাজার ২৩২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৫ লাখ ৫৫ হাজার ৩৩০ ও ৩ হাজার ২৪৪ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৪৫১ জন। আর শনাক্ত হয়েছে ৭ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৯৮২ জন।
গত একদিনে করোনায় মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল, মৃত্যুর সংখ্যা ৬০৬ জনে। এছাড়া আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৭৮ জন। এ নিয়ে ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ২ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৯৫০ এবং ৬ লাখ ২৪ হাজার ৫০৭ জনে।
Leave a Reply