নিজস্ব প্রতিবেদকঃ বৃহত্তর বাকলিয়ার ১৭ নং পশ্চিম ওয়ার্ডস্থ শান্তিনগরের অন্যতম শ্রমিক নেতা আবদুল বাতেন মিয়া’র জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বাদে জোহর বাকলিয়া এক্সেস রোডে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে যথাযথ মর্যাদায় নগরীর চকবাজার ধুনীরপোল সংলগ্ন পালাগাজী মসজিদ করবস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সিনিয়র সদস্য আবুল হোসেন আবু, মোঃ তুহিন, সমাজ সেবক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলরের সুযোগ্য সন্তান মঈনুল কামাল, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আলহাজ্জ্ব আবুল হাশেম কন্ট্রাক্টর, খায়রুল বশর বাসেক, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সরোয়ার আলম ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি ও চট্টগ্রামস্থ কিশোরগঞ্জ জেলার দারিদ্র কল্যাণ সমিতির সভাপতি মাসুদুজ্জামান মামুন, আবদুল জলিল সওদাগর, টিপু সুলতান, মোঃ আরিফ, ওয়ার্ড যুবলীগ নেতা তারেক সুলতান, আমজাদ হোসেন চৌধুরী, মোঃ কামরুল আলম, আবদুল লতিফ, আবদুল হাকিম ও মোঃ মজিদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী সহ সর্বস্তরের লোকজন অংশ নেয়।
প্রসঙ্গত, আবদুল বাতেন মিয়া (৫৫) দীর্ঘ ৩০ বৎসর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন শ্রমিক লীগের কর্মী ও নেতা হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। সে সুনামগঞ্জ থানার ধলাই পাড়া নিবাসী বাদল মিয়া’র ছেলে। সে ছোট বেলা থেকে বাকলিয়া থানাধীন শান্তিনগর এলাকায় বসবাস করতেন। বাতেন মিয়া গত কিছু দিন ধরে অসুস্থতা বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।চিকিৎসাধীন অবস্থায়
বৃহস্পতিবার রাত ৮টায় ইন্তেকাল করেন।তার মৃত্যুতে আগামী ৩১ জানুয়ারি সোমবার বাকলিয়া শান্তিনগর শ্রমিক লীগ ও চট্টগ্রামস্থ কিশোরগঞ্জ জেলার দারিদ্র কল্যাণ সমিতির উদ্যােগে সংগঠনের নিজ কার্যালয়ে শোকসভা ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছেন। এসময় দক্ষ এই শ্রমিক নেতার প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
Leave a Reply