সঠিক খবর ডেস্ক : খাগড়াছড়ি ও চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বৌদ্ধ বিহারে ভিক্ষুদের ওপর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৌদ্ধ ভিক্ষু ও সচেতন নাগরিক সমাজ। সমাবেশে এ হামলার দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নগরীর জামালখান প্রেসক্লারের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত ৩০ জানুয়ারি রাতে খাগড়াছড়ির সদর থানার ধর্মসুখ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধ মহাস্থবিরকে (৫২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যদিকে গত ৩১ জানুয়ারি রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার মাঝের ঘোনা এলাকার জুম্ম চাদিগাঙ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানজ্যোতি ভিক্ষুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. জিনবোধি মহাথের বলেন, ‘যারা এসব হত্যা ও হামলার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আর যদি তা না পারে আগামীতে এর চেয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়া হবে।’
এসময় বিক্ষোভ ও প্রতিবাদী স্লোগান দেন চট্টগ্রাম ও পাবর্ত্য চট্টগ্রাম থেকে আসা বৌদ্ধ তরুণ ও তরুণীরা।
সমাবেশে বক্তারা হামলায় নিহত ও আহত ভিক্ষুদের বিচারের দাবিতে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেন, এদেশে নানা উন্নয়ন হচ্ছে। নানা সম্প্রীতির কথা বলে সরকার। তাহলে কীভাবে রাতের আঁধারে বৌদ্ধ বিহারে হামলা ও নিরপরাধ ভিক্ষুকে হত্যা করা হয়? আমরা এর ঘটনার দ্রুত বিচার দেখতে চাই।
Leave a Reply