জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।
মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।
মেষ: প্রেমিকার সঙ্গে কোনও বিবাদ মিটে যেতে পারে। বাড়িতে প্রতিবেশী আসার যোগ। ব্যবসার কোনও ক্ষতি থেকে সাবধান। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ। দাঁতের কোনও রোগ বাড়তে পারে।
বৃষ: প্রবাসী বন্ধুর খবর না পাওয়ায় চিন্তা বাড়বে। লেখকদের জন্য খুব ভাল সময় আসছে। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করার জন্য মনে আনন্দ। ব্যবসায় সুখবর আসতে পারে।
মিথুন: রাস্তাঘাটে কোনও বিবাদ থেকে সাবধান। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে কোনও আলোচনা হতে পারে। দামি জিনিস কেনার জন্য খরচ বাড়তে পারে। প্রিয় জন আজ কোনও কারণে মুখ ফিরিয়ে নেবেন।
কর্কট: চাকরির স্থানে কোনও তর্ক অনেক দূর পর্যন্ত যেতে পারে। আজ সকালের দিকে কোনও স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে কোনও যন্ত্রণা বাড়তে পারে।
সিংহ: শরীরে কষ্ট থাকার জন্য কাজের দিকে কোনও চাপ বাড়তে পারে। আজ কোনও প্রকার আশা ভঙ্গ হওয়ার দিন। দূরে কোনও ভ্রমণ নিয়ে আলোচনা। সামাজিক কোনও কাজের জন্য নাম যশ বাড়তে পারে।
কন্যা: সকালের দিকে বিবাহ জীবনে কোনও বিবাদ আসতে পারে। আজ সারা দিন শরীরে আলস্য ভাব থাকবে। ব্যবসার দিকে কোনও শুভ পরিবর্তন হতে বিলম্ব। কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে।
তুলা: রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভাল চলছে। আজ কারও উপর বেশি বিশ্বাস না করাই উপযুক্ত হবে। আজ সারা দিনটা খুব আনন্দে কাটবে। সন্তানদের উপর একটু নজর দেওয়া প্রয়োজন।
বৃশ্চিক: স্ত্রীর কোনও কাজের জন্য মনে আনন্দ পাবেন। ব্যবসার দিকে নজর ও পরিশ্রম বাড়াতে হবে। উচ্চ শিক্ষার ফল আশানুরূপ না-ও হতে পারে। শরীরে নানা রোগ মাথা চারা দিতে পারে। সাবধানে চলাফেরা করুন
ধনু: মন আজ সারা দিন বিক্ষুব্ধ থাকতে পারে। বন্ধুর কুচক্রে পড়ে বদনাম হতে পারেন। প্রেমে তৃতীয় কেউ এসে পড়ার সংকেত। দূর ভ্রমণের পরিকল্পনা ভেস্তে গেলে মনে ক্লেশ। স্নায়ু পীড়ায় ভোগান্তির যোগ দেখা যাচ্ছে।
মকর: শত্রুর কারণে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। পুলিশদের জন্য সময়টা খুব অনুকূল। নিজের চেষ্টায় ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা বাবার সঙ্গে কোনও বিবাদ মিটতে পারে।
কুম্ভ: গবেষণাতে সাফল্য আসার আনন্দ থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ জেদ থাকবে স্ত্রীর প্রতি। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেম ভালবাসার দিকে একটু চিন্তা।
মীন: অংশীদারি ব্যবসায় আপনার দ্বারা কোনও ভুল হতে পারে। আজ পথেঘাটে একটু সাবধানে চলাচল করা দরকার। বিশেষ করে জলপথে। ব্যবসার দিকে অর্থ নিয়ে অশান্তি হতে পারে।
Leave a Reply