1. admin@sathikkhabor.com : JbSknUo :
  2. 2015khokanctg@gmail.com : Rajib Khokan : Rajib Khokan
  3. ratanbarua67@gmail.com : Ratan Barua : Ratan Barua
  4. baruasangita145@gmail.com : Sangita Barua : Sangita Barua
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

শিক্ষিকা কবিতা বড়ুয়ার পরলোক গমন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৮ Time View

বোয়ালখালী পৌরসভার হাজারীরচর গ্রামের সমাজসেবক প্রকৃতি রঞ্জন বড়ুয়ার সহধর্মিনী, চরখিদিরপুর বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কবিতা বড়ুয়া (৫৫) গতকাল সোমবার ২৬ (সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।

মৃত্যুকালে তিনি স্বামী, পুত্র কন্যা, পুত্রবধু আত্নীয় স্বজনসহ অসংখ্য ছাত্র- ছাত্রী রেখে গেছেন। এসময় অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষিকাকে ফুল দিয়ে শেষ বিদায় জানান বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহার পরিচালনা কমিটি, দায়ক দায়িকা ও জ্ঞাতিগন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কবিতা বড়ুয়ার শেষকৃত্যানুষ্টান হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহারে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘ নায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শিক্ষিকা কবিতা বড়ুয়ার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে অনিত্য দেশনা ও স্মৃতিচারণ করে প্রাজ্ঞ ভিক্ষু সংঘ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, কবিতা বড়ুায়া ছিলেন একজন আদর্শ শিক্ষিকা ও একজন আদর্শ মা । একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় ছিলেন তিনি অনন্য। নম্র স্বভাব ও বিনয়ী আচরণ ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য।
অনিত্যসভা শেষে প্রয়াতার পারলৌকিক শান্তি কামনায় পুণ্যদান দিয়ে পারিবারিক শ্মশানে দাহকার্য সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Design Customized By:Our IT Provider