মোহাম্মদ হোসাইন, বোয়ালখালী প্রতিনিধি : সেচ সুবিধার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে প্রান্তিক কৃষকদের মাঝে সেচ যন্ত্র বিতরণ করেছে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।
রবিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে তিনি এ সেচ যন্ত্র বিতরণ করেন।
এ উপলক্ষ্যে কৃষি বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেন, সেচ সুবিধা না থাকায় যেসব জমিতে চাষ হতো না সেইসব জমিও এখন চাষের আওতায় আসবে।
উপজেলা নির্বাহী অফিসার মো মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো নরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি মো. রেজাউল করিম বাবুল, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন, কাজল দে, আব্দুল মান্নান মোনাফ ও শফিউল আজম শেফু।
কৃষি উন্নয়ন প্রকল্পের(এনএফএলসিসি) আওতায় উপজেলার ৮ ইউনিয়নের ৮টি কৃষক গ্রুপের মাঝে ৮টি সেচ যন্ত্র দেওয়া হয়।
Leave a Reply